ফ্রিল্যান্সিং এর ঝুঁকি - ফ্রিল্যান্সিং শুরু করার আগে জেনে নিন | Risks of Freelancing

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 55

  • @quamarulofficial
    @quamarulofficial  Год назад +3

    ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। যাতে অন্যরাও উপকৃত হয়।
    আর ফ্রিল্যান্সিং বিষয়ক ভিডিও দেখুন এই প্লেলিস্ট থেকে - ruclips.net/p/PLJWytLuuPHN-koWU0qkcaN_Xb47KMI8m3

  • @mdsaidulislamsumon6151
    @mdsaidulislamsumon6151 Год назад +4

    খুব গুরুত্বপূর্ন তথ্য দিলেন ভাই, ফ্রিলান্সিং যতটা সহজ মনে করি আমরা ততটাও সহজ নয়😢

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এজন্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য মানুষ এই ভিডিও এর মানে বুঝতে না পেরে আমাকে আক্রমণাত্মক কমেন্ট করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

  • @muhammadshajibahamed9694
    @muhammadshajibahamed9694 Год назад +3

    সফলতা আসে সঠিক পরিকল্পনা অনুযায়ী
    এবং সঠিক মেইন্টর এর মাধ্যমে।
    যা এ ফ্রিল্যান্সিং জগতে কঠোর পরিশ্রম এবং সঠিক গাইড লাইন হলে সফলতা অর্জনের জন্য যথেষ্ট।
    বিসিএস পরিক্ষা দিতে গেলে লক্ষ লক্ষ প্রতিযোগিতার সাথে ঠিকে সফলতা অর্জন করা যায়।। যদি সঠিক পরিকল্পনা ধের্য পরিশ্রম এবং সঠিক গাইড লাইন।

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই বিষয়টিই বোঝাতে চেয়েছি ভিডিওতে। অনেক মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে, ফ্রিল্যান্সিং একটা ডাল-ভাতের মত বিষয়। কিন্তু যারা এই সেক্টরে কাজ করছে, কেবল তারাই জানে কতটা ডেডিকেশন প্রয়োজন হয়।
      ভাল থাকবেন। শুভ কামনা আপনার জন্য।

  • @rakibulhasanrakib99
    @rakibulhasanrakib99 Год назад +5

    ভিডিওটি কথা অনেক গুরুত্বপূর্ণ । বিশেষ করে নতুন জারা ফ্রিল্যান্সিং কথা ভাবছে । তবে ঝুঁকি তো সব কাজেই কম বেশি থাকে । ফ্রিল্যান্সিং আছে , আর রিক্স না নিলে সাফল্যর দেখে মিলবে কি করে । তবে আগে ভাল করে জেনে বুঝে আর পর রিক্স নিয়ে মাঠে নামতে । কারন দিন শেষে একটাই কথা - লাখ লাখ টাকা কামাতে হবে । 🥰🥰

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +2

      ভাল বলেছেন। প্রত্যেকেরই উচিত রিস্ক ফ্যাক্টর গুলো মাথায় রেখে কাজ শুরু করা। ধন্যবাদ আপনাকে।

    • @BanglaQawwaliSongs
      @BanglaQawwaliSongs Год назад

      darun bolechen
      vai

    • @rakibulhasanrakib99
      @rakibulhasanrakib99 Год назад

      @@BanglaQawwaliSongs ধন্যবাদ

    • @mdsorifalom1872
      @mdsorifalom1872 Год назад +3

      ভাই আপনার কথা ঠিক কিন্তু বাংলাদেশে ফ্রিল্যান্সিং ছাড়া অন্য কোন রাস্তা নেই আমার জানামতে তাতে কত কষ্ট হবে হোক ফ্রিল্যান্সিং এ সাকসেস হতেই হবে।

    • @rakibulhasanrakib99
      @rakibulhasanrakib99 Год назад +2

      @@mdsorifalom1872 হ্যাঁ ভাই, ফ্রিল্যান্সিং করার ছাড়া কোন লাইন নাই। কারন বাংলাদেশ চাকরির বাজারে যে অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে বের হয়ে ৩/৪ চাকরির পিছনে দাঁড়িয়ে, অবশেষ তাতে রিক্সা চালানো লাগে। 🙃

  • @Anoyghosh-t6r
    @Anoyghosh-t6r 7 месяцев назад +1

    Accha freelancing korle ki id hack hoy????

  • @দ্বীনেরআলো-জ৮ঢ

    কম্পিউটার কেনার পর ভিডিও টি দেখলাম। ১দিন আগে দেখলে হয়তো আমাকে ভাবিয়ে তুলতো। সবশেষে আল্লাহ ভরসা🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +7

      আমি কিন্তু ডিমোটিভাটেড করার জন্য একথা গুলো শেয়ার করিনি। যেন আগে থেকেই কি কি চেলেঞ্জ এর মধ্যে দিয়ে যেতে হবে তা জানতে পারেন তার জন্য এই ভিডিও। লক্ষ্য যদি থাকে অটুট, আর আল্লাহ যদি থাকেন সহায়, বিজয় হবেই ইনশাআল্লাহ।

    • @দ্বীনেরআলো-জ৮ঢ
      @দ্বীনেরআলো-জ৮ঢ Год назад

      @MehediHasan-tv8iq কত দিন ধরে ভাই

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      @MehediHasan-tv8iq আপনি মনে হয় আমার ভিডিও এর কন্টেক্সট বুঝতে পারেননি। শুভকামনা রইল।

  • @mdriazuddin5118
    @mdriazuddin5118 Год назад +1

    অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ভাই

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      অনেক ধন্যবাদ। আশা করি আপনিসহ আরও অনেকেই উপকৃত হবে এই ভিডিও থেকে।

  • @mdmosharofmomin1994
    @mdmosharofmomin1994 11 месяцев назад

    অসাধারণ ভাই

  • @arupadhikary5763
    @arupadhikary5763 3 месяца назад

    আমি আপনার সাথে এক মত....সত্যটা জানা দরকার..

  • @golpokona-y2s
    @golpokona-y2s Год назад +2

    ভাইয়া আমার একটা প্রশ্ন ছিলো,আশা করি রিপ্লাই দিবেন....আমাকে এবিষয়ে সাহায্য করার মতো কেউ নেই,তাই আপনার দ্বারস্থ হলাম। ভাইয়া আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছি,ফ্রীলান্সিংয়ের জন্য।এক্ষেত্রে আমি যদি কোনো ভার্সিটি যেমন BUFT অথবা shanto mariom থেকে ৬ মাসের গ্রাফিক্স ডিজাইন কোর্স করলে ভালো হবে নাকি আজকাল বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা গ্রাফিক্স ডিজাইন শেখায় সেখান থেকে শেখাটা ভালো হবে?ফ্রীলান্সিং ক্যারিয়ারের জন্য আমি গ্রাফিক্স ডিজাইন ল কোথা থেকে শিখলে ভালো ফল পাবো? উত্তরটা দেবেন দয়া করে 🙏

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +2

      আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে কোন একজন মেন্টর এর অধীনে থাকতে পারলেই সবচেয়ে ভাল। যদি সেই সুযোগ না থাকে তাহলে আপনি যেকোন ভাল মানের জায়গা থেকেই ট্রেনিং নিতে পারেন। তবে চেষ্টা করতে হবে যে ট্রেইনারের ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে, সেরকম কোথাও ট্রেনিং করতে।
      আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন -
      অনলাইন কোর্স নাকি ফিজিক্যাল ক্লাস? ফ্রিল্যান্সিং এর জন্য কোনটা বেস্ট?
      ruclips.net/video/OudgFLB63-k/видео.html
      আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার এর জন্য শুভকামনা।

  • @ShariatKhan-nv2rn
    @ShariatKhan-nv2rn Год назад +2

    এধরনের কনটেন্ট সবার মনে অনাগ্রহ তৈরী করবে।সব কাজেই কষ্টের।কেউই আপনাকে এমনিতেই টাকা দিবে না।

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +1

      এটা আমি অস্বীকার করছিনা। আমি এই কনটেন্ট শুধু এজন্য বানিয়েছি, যেন যারা ফ্রিল্যান্সিং করতে চান, তারা যেন আন্দাজে ঝাঁপিয়ে না পড়ে জেনে বুঝে তারপর ঝাঁপ দেন।

  • @saifullahmahmud97
    @saifullahmahmud97 Год назад +1

    Important video

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। যদি আপনি মনে করেন এই ভিডিও আরো অসংখ্য মানুষের কাজে লাগবে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

  • @walidkhan1545
    @walidkhan1545 Год назад +1

    Vaiya chittagong e web development perfectly shikhai eirokom institute suggest koren... please vai reply korien

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। চট্টগ্রামে স্কিল ডেভেলপমেন্ট কোন ইনস্টিটিউট থেকে ভালভাবে করতে পারবেন আমার কাছে সে বিষয়ে কোনো তথ্য নেই। আমি পরামর্শ দেবো, আপনার আসে পাশে খোঁজ করেন। ফ্রিল্যান্সিং করছেন তেমন কাউকে পেলে তার থেকে কিছু নলেজ নেওয়ার চেষ্টা করেন। তিনি শেখাতে আগ্রহী হলে আপনার জন্য সবচেয়ে ভাল হবে। আর যদি কোনো অপশনই না থাকে হাতে তাহলে অনলাইন রিসোর্স থেকে বা ভাল মানের অনলাইন কোর্স থেকেও শিখতে পারেন।
      আপনি চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন: ruclips.net/video/OudgFLB63-k/видео.html

  • @ischooling
    @ischooling Год назад

    Base video

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      বুঝলাম না আপনি কি বলতে চেয়েছেন।

  • @SILabib
    @SILabib Год назад +1

    ভাইয়া আমি ক্লাস ১০এ পরি সাইন্স নিয়ে আমি কি ফ্রীলান্সিং জগতে জেতে পারবো। তাছারা আমার কোন কম্পিউটার ও নেই ফোন দিয়ে করতে চাই এতে আপনার পরামর্শ কি বলেন প্লিজ প্লিজ প্লিজ

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +2

      আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনি এসএসসি পরীক্ষা শেষ করেন। এর মধ্যে আপনি যদি পারেন কম্পিউটার এর বেসিকটা শিখে ফেলেন। সারাদেশেই অসংখ্য প্রতিষ্ঠান পাবেন যারা বেসিক কম্পিউটিং শেখায়। এরপর আপনি একটা স্কিল বেছে নিন নিজের জন্য। কোন স্কিলটি আপনার জন্য সুইটেবল হতে পারে সেটা জানতে এই ভিডিওটি দেখে নিতে পারেন: ruclips.net/video/Ed73bWfRb_s/видео.html
      আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার এর জন্য শুভ কামনা রইল।

    • @SILabib
      @SILabib Год назад

      ভাইয়া তাহলে য়ে ইউটিউব এ বলে ফোন দিয়ে করা জায় আমার ফ্রী কোর্স ও করায় ওগুলা কি মিথ্যা কথা একটু বলেন

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং বিষয়টা খুব বেশি কন্ট্রোভারশিয়াল। মোবাইলের মাধ্যমে একেবারে যে কিছু কাজ করা যায় না তা কিন্তু নয়। তবে বেসিক লেভেল। যেমন ধরেন Canva Free Tool ইউজ করে ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া এর টুকিটাকি ম্যানেজমেন্টসহ এরকম কিছু কাজ। তবে সকল ক্ষেত্রেই ভাল করতে হলে আপনার একটি কম্পিউটার থাকাটা জরুরি। মোবাইল দিকে কিভাবে কি কাজ করা যায়, তাতে আসলেই কোন লাভ হয় নাকি - এসব বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর ইচ্ছে আমার আছে। আশা করি বুঝতে পেরেছেন।

    • @SILabib
      @SILabib Год назад +1

      ওকে ভাইয়া তাহলে ভিডিওটি তারা তারি দিন আর আশা করি সব কিছু সুন্দর ভাবে বুঝাবেন

    • @SILabib
      @SILabib Год назад

      আর কোন ইউটিউবার এর ভিডিও দেখে শিকতে পারবে একটু বলবে

  • @tak2429
    @tak2429 Год назад

    😢😢😢

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      কান্নার কোন কারণ নেই। যদি সদিচ্ছা থাকে, যদি প্রবল আকাঙক্ষা থাকে, তাহলে আপনিও পারবেন ইনশাআল্লাহ।

  • @akramulhaqueemon6753
    @akramulhaqueemon6753 Год назад +4

    তুমি ফেইল করছো বলে সবাই ফেইল করবে বিষয়টা এমন না। তোমার এইধরনের বাজে ভিডিও বানানো মোটেই টিক হয়নি। মানুসকে উৎসাহিত করো around the network of ICT sector. ICT sector সম্পর্কে তোমার কোনও ধারনা নাই। তাই বাজে ভিডিও বানাইছো। মানসকে বিভ্রান্তি করবে না বলে দিলাম।

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +1

      আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনি যে আমার ভিডিও মন দিয়ে দেখেন নি আপনার কমেন্ট সেটা প্রমাণ করেছে। আমি পুরো ভিডিওতে কোথাও বলিনি যে আমি ফেইল করেছি। আমি পুরো ভিডিওতে কোথাও বলিনি যে কেউ ফ্রিল্যান্সিং করবেন না। আমি বলেছি ফ্রিল্যান্সিং করতে হলে কিভাবে এগিয়ে যেতে হবে। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছেন। কিন্তু আপনি জানেন না যে বাসস্ট্যান্ডের আগের মোড়ে মারামারি চলছে। তাহলে আপনিও তো সেই মারামারির মধ্যে পড়বেন নাকি? আর যদি আগে থেকে জানতে পারেন, তাহলে আপনি সেইমত প্রস্তুতি নিয়ে অথবা অন্য কোন পথে যেতে পারবেন। আপনাকে বিনীত অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। অনেক শুভ কামনা আপনার জন্য।

    • @mdsorifalom1872
      @mdsorifalom1872 Год назад +1

      ভাই কথা ঠিক আছে কিন্তু কথার ধরনটা একটু ভুল আছে আপনার। ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +1

      ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করেছি অনেক নতুনকে এটা জানাতে যে, স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে একেবারে পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না সেটা বোঝাতে চেষ্টা করেছি। দেখেন, আমি যেহেতু বিগত ১০ বছর যাবৎ ফ্রিল্যান্সিং করছি, আমার কাছে এমন অনেক মানুষ আসে যাদের কথা শুনে আমি হতাশ হই। অধিকাংশই মনে করে, ফ্রিল্যান্সিং এর মতো এত ইজি কাজ আল্লাহর দুনিয়ায় আর কিছু নেই। কিন্তু এটা করতে যে আমাদের কতটা ডেডিকেটেড হতে হয়, সেটা কেউ দেখে না। আমি সেই ভুলগুলো ভাঙানোর চেষ্টা করেছি মাত্র। শুভ কামনা আপনার জন্যে। ভাল থাকবেন।

  • @akramulhaqueemon6753
    @akramulhaqueemon6753 Год назад +2

    You don't know around the world? What happening there? Most of the people don't know upcoming the world so please approach to make on the general people. Please remember that negative mind is always think negative and don't try positive think? Don' t make ugly video further okay small bro.

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад

      Hey bro, I replied to your another comment. I am humbly requesting you to watch the video till the last second very carefully. I didn’t spread any negativity. I just tried to make people careful about their career. Good luck!

  • @GoribRider
    @GoribRider Год назад +1

    Thik asa but sobai cay $$$$$$
    Short curt line

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +1

      এই পৃথিবীতে শর্টকাট লাইন একটাই। আর তাহলো দুর্নীতি করতে হবে।

  • @user-um4mh5cn2j
    @user-um4mh5cn2j Год назад

    মাথাটা প্রচুর গরম করে দিলি।

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +1

      আপনার মাথা গরম করে দেওয়ার জন্য দুঃখিত। আপনি বোধহয় পুরো ভিডিও দেখেননি কিংবা আমার ভিডিও এর মর্মার্থ বোঝেন নি। আমি অনুরোধ করবো ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি কোনো অসঙ্গতি পান সেটা তুলে ধরতে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

  • @miralam4757
    @miralam4757 Год назад

    Faltu video. Ai videota hajar hajar manusher Jonno khotikor. Because Tumi nije freelancing a fail korso ,tai tumar Jonno ata kothin.

    • @quamarulofficial
      @quamarulofficial  Год назад +1

      জ্বি আপনি খুব ভালো বুঝেছেন। আপনি মনে হয় পুরো ভিডিও না দেখেই কমেন্ট করেছেন। অথবা আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে জানেন না। আমরা মানুষকে অতি উৎসাহ দিয়ে ফ্রিল্যান্সিং এ ঝাঁপিয়ে পড়তে ইনফ্লুয়েন্স করি। কিন্তু সবাই তো সফল হতে পারে না। তাই আমি এমন কিছু কথা বলেছি, যেগুলো পর্যালোচনা করে একজন নিজে ডিসিশন নিতে পারবে সে কি করবে। কিন্তু আমি হয়ত যেভাবে চেয়েছি সেভাবে বোঝাতে পারিনি। একারণে হয়ত আপনি বুঝতে পারেননি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুভ কামনা আপনার জন্য।